পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক সাধারণ কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় মহিলা কর্মীদের মাঝে প্রথম দিনের মত ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাবেক সদস্য জননেতা জনাব ওয়াসিম উদ্দিন চৌধুরী এবং উনার সহধর্মিনী বিশিষ্ট সমাজ সেবিকা জনাবা রোমানা চৌধুরী।
আনুমানিক ৬ থেকে ৮ হাজার মানুষের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য রাজেশ বড়ুয়া, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সভাপতি সৌমেন বড়ুয়া, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ বিন ফয়সাল,সহ সম্পাদক রেজাউল করিম রিটন, ওমরগনি এম ই এস কলেজ ছাত্রলীগ নেতা কামরুল হাসান শিবলু,মমিনুল হক সুমন, রওশনুজ্জামান রনি,রাফিউর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।।।