বিশিষ্ট সমাজ সেবক নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব:) মোঃ এমদাদুল ইসলামের সৌজন্যে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের জনসাধারণের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠান অত্র ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সদ্য সাবেক সদস্য মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সভাপতি সৌমেন বড়ুয়ার সঞ্চালনায় নগরীর ওয়ারলেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এসময় ১০০ জন গরীব অসহায় মানুষের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়। বক্তারা তাদের বক্তব্যে যার যার অবস্থান থেকে তার আশেপাশের মানুষের সাহায্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হাশেম শাহ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, আব্দুল মতিন, জামিল দেওয়ান, ওমর ফারুক, আসিফ খান, হাজী নাসির উদ্দিন,রাজেশ বড়ুয়া উত্তম বসু, ওমর গনি এম ই এস কলেজ ছাত্রলীগ নেতা কামরুল হাসান শিবলু,মমিনুল হক সুমন, মো আরাফাত, রাফি, মাহমুদ, রাকিব,সুমন,রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।