পবিত্র মাহে রমজানকে সামনে রেখে অব্যাট হেলপারস কর্তৃক খেটে খাওয়া সাধারণ মানুষের মাঝে ভোগ্য পণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ওয়াসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ওব্যাট কান্ট্রি ম্যানেজার জনাব সোহেল আক্তার খান। ইঞ্জিনিয়ার আজগর আলী। এছাড়া উপস্থিত ছিলেন ওব্যাট হেল্পার্স চট্রগ্রামের প্রজেক্ট অফিসার মোহাম্মদ মোজাম্মেল হোসেন। ওব্যাট প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা ইসরাত পারভিন, ওব্যাট জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষিকা রাজিয়া পারভিন, সহকারী প্রধান শিক্ষিকা রোজি আক্তার, আব্দুল্লাহ আল মামুন।