বুধবার (২২ মার্চ) বেলা ১০টার দিকে টেকনাফ জেটি ঘাঁ হয়ে নৌ পথে মিয়ানমার চলে যান প্রতিনিধি দলের সদস্যরা।
এর আগে গেলো বুধবার মিয়ানমারের প্রতিনিধি দলটি নাফ নদ হয়ে স্পিডবোটে টেকনাফ পৌঁছায়।
কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) খালিদ হোসেন বলেন, রোহিঙ্গারা স্বতঃস্ফূর্তভাবে তথ্য দিয়েছে। সকালে প্রতিনিধি দলটি দেশে ফিরে গেছেন।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, মিয়ানমার প্রতিনিধি দলটি টেকনাফ স্থলবন্দর রেস্ট হাউসে প্রথম দিন ৭৬ রোহিঙ্গার তথ্য যাচাই করে। দ্বিতীয় দিনে ৭৭ জন, তৃতীয় দিনে ৭৪ জন, চতুর্থ দিনে ৬৯ জন, পঞ্চম দিনে ৭৫ জন, ষষ্ঠ দিনে ৮২ জন এবং সপ্তম দিনে ২৭ জন রোহিঙ্গার তথ্য যাচাই করেন।