জাতির পিতার ১০৩তম জন্মদিন; ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন ডিএমপি কমিশনার
–
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে ধানমন্ডি ৩২-এ তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম।
এছাড়া, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় ডিএমপিসহ বাংলাদেশ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।