টিকেট প্রিন্টিং প্রেস কলোনী হাইস্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরন অনুষ্ঠান ও এস.এস.সি পরীক্ষাথী বিদায় ও কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা -২০২৩ অত্র বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিমন্ত্রীর মর্যাদা প্রাপ্ত মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১০ আসনের মাননীয় সাংসদ ডা আফসারুল আমিন এমপির কনিষ্ঠ পুত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাঃ মাহিদ বীন আমিন। চট্টগ্রাম মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্রনাথ,পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তিনাথ,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাস,বিশিষ্ট সমাজ সেবিকা রোমানা আক্তার চৌধুরী সহ অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ,আমন্ত্রিত অতিথি,স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী তাদের অভিভাবক সহ অন্যান্য নেতৃবৃন্দ।