জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে, বাজারে, অফিসে, আদালতে বিভিন্ন রকম ঘটনা যেগুলো ঘটছে সেসব ঘটনা দেখার সঙ্গে সঙ্গেই সরকার উৎখাতের স্বপ্ন দেখছে বিএনপি। কিন্তু বাস্তব হচ্ছে মাঠে-ঘাটে যাই ঘটুক না কেন সরকার সঙ্গে সঙ্গে তা আমলে নিচ্ছে এবং প্রতিকারের ব্যবস্থা করছে।’
শুক্রবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল-চিথলিয়া সড়ক উন্নয়নকাজ উদ্বোধনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন