১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন এর উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর জনাব ওয়াসিম উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে অত্র ওয়ার্ডের ৪০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর জননেতা জনাব ওয়াসিম উদ্দিন চৌধুরী।
তারই অংশ হিসেবে আজ আমবাগান ইউসেপ স্কুলের ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করেন কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড সচিব আব্দুল হালিম, ইউসেপ স্কুলের প্রধান শিক্ষিকা মেরিনা জাহান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রাজেশ বড়ুয়া, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সৌমেন বড়ুয়া, ওমর গনি এম ই এস কলেজ ছাত্রলীগ নেতা কামরুল হাসান শিবলু,মহিম আজম, মমিনুল হক সুমন,সাজ্জাদ হোসেন প্রমুখ।