বিশ্ব নারী দিবস উপলক্ষে ওব্যাট কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান চট্টগ্রাম নগরীর সেগুন বাগান এলাকার এল93 বাংলো এলাকায় তাদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও সেলাই মেশিন সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর জননেতা ওয়াসিম উদ্দিন চৌধুরীর সহধর্মিনী, বিশিষ্ট নারী উদ্যোক্তা মিসেস রুমানা আক্তার চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার সোহেল আক্তার খান, প্রজেক্ট অফিসার মোজাম্মেল হোসাইন, এডুকেশন সুপারভাইজার মঞ্জুর আলী,ওব্যাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসরাত পারভীন, ওব্যাট জুনিয়র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজিয়া পারভীন, এবং স্কলারশিপ ইনচার্জ উম্মে সীতারা আক্তার।
আরো উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য রাজেশ বড়ুয়া, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সোমেন বড়ুয়া, ওমর গনি এম ই এস কলেজ ছাত্রলীগ নেতা কামরুল হাসান শিবলু, মমিনুল হক সুমন প্রমুখ।