বাংলাদেশ পুলিশ (পুরুষ ও নারী) ভলিবল চ্যাম্পিয়নশীপ – ২০২৩ এর শুভ উদ্বোধন
–
বাংলাদেশ পুলিশ (পুরুষ ও নারী) ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২ উৎসবমুখর পরিবেশে আজ যাত্রা শুরু করেছে।
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি ২০২৩) রাজারবাগ পুলিশ লাইনস ভলিবল মাঠে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সম্পাদক ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স) মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম-বার।
ময়মনসিংহ রেঞ্জ বনাম বরিশাল রেঞ্জ পুলিশের মধ্যকার খেলা দিয়ে শুরু হয় এ চ্যাম্পিয়নশিপের যাত্রা। ভলিবল চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে মোট ১৭টি দল ও নারী বিভাগে মোট ৬টি দল অংশগ্রহণ করছে।
লীগ ফরমেশনের অনুষ্ঠিত এ খেলায় পুরুষ বিভাগে ২টি গ্রুপের মধ্যে ‘এ’ গ্রুপে রয়েছে ডিএমপি, সিলেট রেঞ্জ, এপিবিএন, রাজশাহী রেঞ্জ, এন্টি টেররিজম, চট্টগ্রাম রেঞ্জ, আরপিএমপি।
‘বি’ গ্রুপে রয়েছে ঢাকা রেঞ্জ, বিএমপি, এসএমপি, আরএমপি, সিএমপি, রংপুর রেঞ্জ, ময়মনসিংহ রেঞ্জ, বরিশাল রেঞ্জ। নারী বিভাগে ২টি গ্রুপের মধ্যে ‘এ’ গ্রুপে রয়েছে ডিএমপি, খুলনা রেঞ্জ, কেএমপি ও ‘বি’ গ্রুপে রয়েছে চট্টগ্রাম রেঞ্জ, এসএমপি, এপিবিএন।
উদ্বোধনী দিনে পুরুষ বিভাগের মোট ৩টি খেলা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ রেঞ্জ বনাম বরিশাল রেঞ্জ পুলিশের মধ্যকার খেলায় ময়মনসিংহ রেঞ্জ ৩-১ সেটে জয়লাভ করে। দিনের অপর খেলায় এপিবিএন ৩-০ সেটে রাজশাহী রেঞ্জকে ও ডিএমপি ৩-০ সেটে সিলেট রেঞ্জ হারিয়ে জয়লাভ করে।
বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।