ফুলপরীকে বেগম রোকেয়া-সুফিয়া কামালদের উত্তরসূরি আখ্যা দিলেন সাদ্দাম হোসেন
ছাত্রলীগ নেত্রীর হাতে র্যাগিংয়ের শিকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রথম বর্ষের শিক্ষার্থী ফুলপরীকে বেগম রোকেয়া ও সুফিয়া কামালের যোগ্য উত্তরসূরি হিসেবে আখ্যা দিয়েছেন ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ক্যাম্পাসে র্যা’গিং ও যৌ’ন নি’পী’ড়নবি’রো’ধী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনকালে তিনি ফুলপরীকে এ আখ্যা দেন।
সাদ্দাম হোসেন বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি নি’র্ম’ম দু’র্ঘটনা ঘটেছে। এটি বাংলাদেশের ছাত্রসমাজের হৃদয় ছুঁয়ে গেছে। এ ঘটনা শুনে আমরা বেদনায় সিক্ত হয়েছি। ফুলপরী প্রথম বর্ষের শিক্ষার্থী। পাবনা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যখন গিয়েছে সে সাহসিকতার পরিচয় দিয়েছে। ন্যায়বিচারের জন্য লড়া’ই করার যে অ’দম্য স্পৃহা দেখিয়েছে আমরা মনে করি ফুলপরী বেগম রোকেয়া ও সুফিয়া কামালের সত্যিকারের উত্তরসূরি।