আইজিপি কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৩ এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ
–
আইজিপি কাপ টেনিস টুর্নামেন্ট – ২০২৩ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৩) বিকেলে রমনা নিউ ইস্কাটন রোডস্থ পুলিশ অফিসার্স মেস সংলগ্ন লন টেনিস কোর্টে আইজিপি কাপ টেনিস টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সম্মানিত সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম-বার, পিপিএম মহোদয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের সম্মানিত সভাপতি ও সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম মহোদয়।
খেলা শেষে প্রধান অতিথি মহোদয় বিজয়ী ও রানার্স আপ টিমসহ সকল অংশগ্রহণকারীর মাঝে পুরস্কার প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, ডিএমপির উর্ধ্বতন কর্মকতাবৃন্দ ও বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।