বুড়িশ্চর ইউনিয়ন এর ৮নং ওয়ার্ডের তালতলা সোলাইমান কলোনিতে আগুন লেগেছে এখানে প্রায় ১৩টি ভাড়া ঘর পুড়ে যায় একটি দেড় বছরের শিশু আগুন ধরে পুড়ে মারা যায়। সাথে সাথে ফায়ার সার্ভিসকে ফোন দিলে কালুরঘাট ফায়ার সার্ভিস স্টেশন থেকে আগুন নিভানোর জন্য ছুটে আসে সংশ্লিষ্ট এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহেদ হোসাইন জাহেদ ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মোঃ সেলিম এবং ওয়ার্ড নাম্বার মোঃ নাসের
খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাধ্যমে হাটহাজার উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহেদুল আলম ঘটনাস্তরে পরিদর্শন করেন এবং মাননীয় জেলা প্রশাসকের নির্দেশনায় মৃত ব্যক্তির পরিবারকে কাফন দাফনের জন্য ২৫ হাজার টাকা প্রদান করেন এবং প্রতিটি পরিবারকে দুই হাজার টাকা করে প্রদান করেন এবং আনুষাঙ্গিক কিছু শুকনা খাবার চাউল ও কম্বল সহ উপজেলা নির্বাহী অফিসার শাহেদুল আলম প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহেদ হোসাইন ও ওয়ার্ড নাম্বার মোঃ সেলিম এবং ওয়ার্ড মেম্বার মামুন নাসের সহ প্রমুখ।